তবে যে কোনো মূল্যে রোববার ১৮ দলের ‘ঢাকামুখী অভিযাত্রা’ কর্মসূচি হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে রোববার সারাদেশ থেকে নেতা-কর্মী-সমর্থকদের ঢাকায় ডেকেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থানের কর্মসূচি তিনি দিলেও পুলিশ তাদের অনুমতি দেয়নি। এর পাশাপাশি সারাদেশ থেকে ঢাকামুখী বাস-লঞ্চও বন্ধ করে দেয়া হয়েছে।
শনিবার সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সংবাদ সম্মেলনে মাহবুব বলেন, “সরকার ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। উত্তরাঞ্চল থেকে কোনো বাস আসতে দিচ্ছে না।
“সরকার এতদিন বলত, বিরোধী দল হরতাল-অবরোধ করে। আজ দেখছি, গণতন্ত্রের শান্তিপূর্ণ কর্মসূচি বন্ধ করতে তারা (সরকার) নিজেরাই অবরোধ ডেকেছে।”
প্রতিবন্ধকতা তৈরি করা হলেও নয়া পল্টনে রোববারের সমাবেশ হবে বলে ঘোষণা দেন সাবেক এই সেনাপ্রধান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।