'সরকার দলের হরতালে' সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ছে মাদারীপুরসহ গোটা দক্ষিণাঞ্চলের যোগাযোগ। আজ শনিবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাধার মুখে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগের প্রধান রুট কাওড়াকান্দি ঘাটে কোন প্রকার যানবাহন চলাচল করেনি। এতে করে বিচ্ছিন্ন হয়ে পড়ছে মাদারীপুরসহ দক্ষিণের ২১ জেলা।
১৮ দলের হরতাল অবরোধের অল্প সংখ্যক যানবাহন চলাচল করলেও এই হরতালে ঢাকা-বরিশাল মহাসড়ক ও ঢাকা খুলনা মহাড়কে কোন প্রকার যানবাহন চলাচল করছেনা। এতে করে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন পেশা রাজধানীগামী মানুষ।
বিআইডবব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল বাতেন জানান, ঘন কুয়াশায় রাতে আটকে পড়া কিছু যানবাহন পার হলেও ফেরিতে যাত্রীবাহী পরিবহন নেই তবে কিছু মালবাহি ট্রাক চলাচল করছে। তাও অন্য দিনের তুলনায় কম।
মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, নিরাপত্তা জনিত কারনে দুরপাল্লার ও স্বল্পপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের মধ্যে কিছু যানবাহন চলাচল করছে। তবে কাওড়াকান্দি তথা ঢাকা মুখি কোন যানবাহন চলাচল করবেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।