শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলের সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, রোববার সকালে যেকোনো মূল্যে আমরা নয়া পল্টনে গণতন্ত্রের অভিযাত্রার সমাবেশ করবো। শান্তিপূর্ণ এই সমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০-১১টার মধ্যে। ১৮ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া যেকোনো সময়ে সমাবেশস্থলে উপস্থিত হবেন। ”
নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে রোববার সারাদেশ থেকে নেতা-কর্মী-সমর্থকদের ঢাকায় ডেকেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থানের কর্মসূচি তিনি দিলেও পুলিশ তাদের অনুমতি দেয়নি। এর পাশাপাশি সারাদেশ থেকে ঢাকামুখী বাস-লঞ্চও বন্ধ করে দেয়া হয়েছে।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “আবারো বলছি, শান্তিপূর্ণ সমাবেশ করতে আমাদের অনুমতি দিন। এই সমাবেশে জোটের তরফ থেকে কোনো প্রকার সংঘাত সৃষ্টি করা হবে না। ”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে রোববারের সমাবেশ সম্পর্কে সর্বশেষ অবস্থা জানাতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
হাফিজ দাবি করেন, “গণতন্ত্রের অভিযাত্রার এই সমাবেশের যোগ দিতে সকল পেশার মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, সরকারের সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে এই সমাবেশে উত্তাল তরঙ্গের মতো মানুষজন ছুটে আসবে। ”
সরকার সমাবেশ বানচাল করতে সারাদেশে রেল-লঞ্চ-বাস চলাচল বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
“সরকারের তরফ থেকে বিরোধী জোটের কর্মসূচি ঠেকাতে ক্ষমতাসীনরা লাঠি নিয়ে মহড়া দিচ্ছে। ”
চলমান সংকট সমাধানে সরকারকে অবিলম্বে ‘একতরফা’ নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে সংলাপে বসারও আহ্বান জানান দলের এই সহসভাপতি।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণাকে ‘তামাশা’ আখ্যায়িত করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এটি তামাশা ছাড়া আর কিছুই নয়। একতরফা নির্বাচনের সাতদিন আগে এই ইশতেহার ঘোষণা মূল্যহীন বলে আমরা মনে করি। ”
বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।