গাজীপুরের সালনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর ও চট্টগ্রামে দুজন করে এবং গাইবান্ধা, নওগাঁ, ঝালকাঠী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহত হয়েছেন একজন করে। প্রতিনিধিদের খবর-
গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের সালনা ব্রিজের কাছে গতকাল বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জোসনা বেগম, তার ছেলে রাফি, যাত্রী উজ্জ্বল মিয়া ও শরিফুল ইসলাম। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। লক্ষ্মীপুর : সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে গতকাল পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান সাংবাদিক জাকির হোসেন। জাকির নোয়াখালী থেকে প্রকাশিত জাতীয় নুর পত্রিকার স্টাফ রিপোর্টার। এর আগে ঢাকা-রায়পুর মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নিহত হন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার ১১ মাইল ফরেস্ট গেট এলাকায় গতকাল মিনিবাস ও সিএনজি ট্যাঙ্রি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- আবদুস সবুর ও হাসান। গাইবান্ধা : গোবিন্দগঞ্জ হাইস্কুল এলাকায় গতকাল মোটরসাইকেল আরোহী সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সুলতান মাহমুদ ট্রাকচাপায় নিহত হন। অন্যদিকে শনিবার রাতে বাসচাপায় মারা যান বৃদ্ধ সিরাজ মিয়া। নওগাঁ : শহরের দপ্তরীপাড়ায় মাটিবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় নিহত হয় স্কুলছাত্রী মোটরসাইকেল আরোহী ফারহানা। ঝালকাঠি : জেলার গাবখান সেতুর ঢালে গতকাল মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় সোহেল নামে এক যুবকের। রূপগঞ্জ : উপজেলার কাঞ্চন পৌরসভার খানের বাড়ি এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে গতকাল মালবাহী ট্রাকচাপায় অটোবাইক চালক রেজাউল করিম নিহত হয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।