আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে সিনেমা হলে গ্রেনেড হামলা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি সিনেমা হলে দুটি গ্রেনেড বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। তবে দেশটির গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, বিস্ফোরণে নিহতের সংখ্যা তিন। পেশোয়ারের কাবুলি বাজারের পিকচার হাউস সিনেমা হলে রবিবার রাতে এ হামলা চালানো হয়। প্রদেশটি আফগান সীমান্তবর্তী একটি পার্বত্য অঞ্চল। শহরটির সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) মুহাম্মদ ফয়সাল মুখতার এ হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিকচার হাউস সিনেমা হলে দুটি শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩১ জন আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এনডিটিভি, দ্য ডন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.