আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে ভেঙে ফেলা হচ্ছে হকার্স মার্কেট

সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন লালদীঘি হকার্স মার্কেট ভেঙে ফেলা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এই মার্কেট ভেঙে আধুনিক বিপণিবিতান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন মার্কেট তৈরির পর এতে পুনর্বাসন করা হবে হকারদের। শনিবার থেকে ঝুঁকিপূর্ণ মার্কেটটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।  

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, অপরিকল্পিতভাবে তৈরি মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশিরভাগ দোকানপাট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

প্রায় সাড়ে ৮ হাজার দোকানের মধ্যে চালু আছে মাত্র ৬০০-৭০০টি। পরিত্যক্ত এই মার্কেট অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাতের বেলা মার্কেটের ভেতর মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলে। মেয়র বলেন, নতুন বিপণিবিতানের কাজ শেষ হলে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে হকারদের পুনর্বাসন করা হবে। এটি সিলেটের একটি দৃষ্টিনন্দন মার্কেট হবে বলেও জানান তিনি।

 

লালদীঘি হকার্স মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মখলিছুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ হকার্স মার্কেট ভেঙে নতুন করে তৈরির দাবি ব্যবসায়ীদের দীর্ঘদিনের।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.