ঢাকা ফুটবলে আবাহনীর বেশি গোলের হারের রেকর্ড কবে? প্রকৃত ফুটবলপ্রেমীদের এ উত্তর দিতে বেশি সময় লাগার কথা নয়। ১৯৭৫ সালে প্রথম বিভাগ লিগের প্রথম পর্বে মোহামেডানের কাছে ৪-০ গোলে হেরেছিল আবাহনী। এটিই লোকাল ফুটবলে তাদের বড় লজ্জা। এবার সেই লজ্জাকে অতিক্রম করে গেল জনপ্রিয় দলটি। প্রতিযোগিতামূলক না হলেও গতকাল প্রীতি ম্যাচে শেখ জামাল ধানমন্ডির সামনে তারা দাঁড়াতেই পারেনি। বিকালে ধানমন্ডি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল ৫-১ গোলে উড়িয়ে দেয় পেশাদার লিগে সর্বোচ্চ শিরোপা জেতা আবাহনীকে। পুরো ম্যাচেই কোনো পজিশনে আবাহনীকে জ্বলে উঠতে দেখা যায়নি। শুরু থেকেই মাঠ নিয়ন্ত্রণে রেখেছিল শেখ জামাল। কিছুদিন আগে গোপালগঞ্জে আরেক প্রীতি ম্যাচে মোহামেডানকে ১-০ গোলে পরাজিত করে আসন্ন মৌসুমে বিগ বাজেটে দলটি।
অস্ট্রেলিয়ান কোচের প্রশিক্ষণে প্রথম ম্যাচেই আবাহনীর এমন হার। ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, গোলের ব্যবধান বেশি হলেও আমরা বিচলিত নই। আমরা মূলত বিদেশিদের মান যাচাই করতে মাঠে নামি। খেলা দেখে বুঝতে পারলাম কারা আবাহনীর জন্য ফিট। শেখ জামালের ফুটবলার মামুনুল ইসলাম বলেন, প্রীতি আর প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সুতরাং এ জয়ে উল্লাস হওয়ার মতো কিছু নেই। তবে আমরা বুঝতে পেরেছি। দলের শক্তি ও স্পিরিট। মাঠে নামার আগে তা কাজে আসবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।