আমাদের কথা খুঁজে নিন

   

পটুয়াখালীতে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীর সবুজবাগ এলাকায় রোজোয়ানা বিনতে জাকির বীথি নামে এক স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে।   তিনি ওই এলাকার দুবাই প্রবাসী জীবন হাওলাদারের স্ত্রী ও উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের উত্তর কাছিছিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। রবিবার রাতের যে কোন সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের বাসিন্দা কলেজ শিক্ষক মো. জাকির হোসেনের কন্যা বীথির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাবেক ইটবাড়ীয়া ইউপি চেয়ারম্যান রব হাওলাদারের পুত্র জীবন হাওলাদারের সাথে। ২০০৮ সালের ঘটণা।

প্রেম গড়ায় বিয়েতে। কিন্তু বিয়ের পর বীথির সাথে দাম্পত্য কলহ লেগেই থাকত জীবনের। একপর্যায়ে দাম্পত্য কলহ ও মামলা সংক্রান্ত জটিলতায় দুবাই চলে যায় জীবন। বিয়ের পর বাবা-মা বীথির সাথে সম্পর্ক না রাখায় তিনি তার শ্বশুরের শহরের বাসায় অবস্থান করতেন। ৪ মাস পূর্বে জীবন দেশে ফিরে বীথিকে নিয়ে দুবাই বেড়াতে যায়।

সেখান থেকে কিছু দিন আগে ফিরে আসে বীথি। রবিবার রাতে বীথি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার শশুর-শ্বাশুড়ি ও পরিবারের সদস্যরা মিলে বীথিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে রেখে সটকে পরে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদনে্তর জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করেছে পুলিশ।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর বীথির মৃত্যুর কারণ জানা যাবে। মারা যাওয়ার আগে একটি চিরকুটে স্বামীর সঙ্গে ঝগড়া-ঝাটির নানা বিষয় লিখে গেছেন বীথি।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.