আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের করণীয় কি?



. মুসলমানগন সব সময় ছিলেন বিজয়ী | অল্প সংখ্যক মুসলমান ও বিশাল সংখ্যক কাফিরদের উপর বিজয়ী হয়েছেন | কিন্তু এখন দৃশ্যপট ভিন্ন | বর্তমানে মুসলমানগন সবচাইতে সংখ্যাগরিষ্ঠ | কিন্তু তারপরও মুসলমানগন সাড়া পৃথিবীতে নিপিড়িত হচ্ছে !!
এর কারন কি ??
এর কারন হচ্ছে পূর্বে মুসলমানদের যে ঈমানী শক্তি ছিলো তা কৌশলে কাফির - মুশরিকরা দুর্বল করে দিয়েছে!
বর্তমানে মুসলমানগন কয়েকটি ফিৎনা থেকে যদি বেঁচে থাকতে পারে তবে হারানো শক্তি ফিরে পাওয়া সহজ হবে |
যে সকল ফিৎনা থেকে মুসলমানদের বেঁচে থাকা দরকার --

→ ছবির ফিৎনা ! কারন ছবি মানুষকে রহমত শূন্য করে দেয় |
আর রহমত শূন্য হলে গায়েবী সাহায্য আসে না |

→ বেপর্দার ফিৎনা | বেপর্দা হলে তার প্রতি লা'নত নাজিল হয় !

→ গনতন্ত্রের ফেৎনা ! গনতন্ত্র কাফের দের অনুগত্য মানতে বাধ্য করে | ঈমান আমল নষ্ট করে দেয় |

→ কাফির- মুশরিকদের অনুসরনের ফিৎনা ! কাফের-মুশরিকদের অনুসরন করলে নিজেদের ইসলামী ঐতিহ্য বিলুপ্ত হয় আর মুসলমান হয়েও কাফেরদের দাসত্ব করতে হয় |

এছাড়া আরো কিছু বিষয় আছে, তবে উপরোক্ত বিষয়গুলো মূল | আমাদের সকলের উচিত এই ফিৎনা থেকে বেঁচে থাকার জন্য আপ্রান চেষ্টা করা !
আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন !
আমীন !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।