কুষ্টিয়া, লালমনিরহাট ও গাইবান্ধার সুন্দরগঞ্জে গত দুই দিনে শীত ও শীতজনিত রোগে মারা গেছে তিন শিশুসহ ৫ জন। বিপর্যস্ত হয়ে পড়েছে নাটোরের জনজীবন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে খাবার স্যালাইনের সংকট।
কুষ্টিয়া : দৌলতপুরে তীব্র শীতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন আমেনা খাতুন (৭২) ও শফিউল ইসলাম (৪৮)। গতকাল ভোর ও রবিবার রাতে উপজেলার সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। লালমনিরহাট : জেলায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। দুই দিনে শীতজনিত রোগে মারা গেছে দুই শিশু। তারা অমল ও নাহিদ। সুন্দরগঞ্জ : উপজেলায় শিশু ডায়রিয়া মারাত্দক আকার ধারণ করেছে। এ রোগে মারুফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নাটোর : শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র কুয়াশা ও ঠাণ্ডায় দৈনন্দিন জীবনে নেমে এসেছে স্থবিরতা। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরে ডায়রিয়া প্রকট আকার ধারণ করেছে। সকালে স্যালাইন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রোগীদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।