আমাদের কথা খুঁজে নিন

   

মাদারীপুরে ছাত্রসহ তিন খুন

মাদারীপুরের শিবচরের সন্নাসীরচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন মাদ্রাসাছাত্র হাসান (১৪)। এছাড়া শিবচরে পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবক ও রাজৈরে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শিবচর থানা পুলিশ জানায়, সন্নাসীরচর গ্রামে সোমবার বিকালে খেলার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূরুল মোল্লার ছেলে হাসানের সঙ্গে আইয়ুব বেপারীর ছেলে লিটনের মারমারি হয়। এ ঘটনায় রাতে নূরুলের পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। এ খবর জানতে পেরে আইয়ুব আলীর লোকজন নূরুলের বাড়িতে হামলা চালিয়ে হাসানকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় রাতেই ঢাকায় নেওয়ার পথে মারা যায় হাসান।

এদিকে, শিবচর উপজেলার কাওড়াকান্দি ৩ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে গতকাল এক যুবকের লাশ উদ্ধার করেছে শিবচর পুলিশ। তার পরিচয় জানা যায়নি। এছাড়া রাজৈর উপজেলার লুন্দি গ্রামে রবিউল কাজী (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। রবিউল উপজেলার লুন্দি গ্রামের মুক্তিযোদ্ধা ইসরাইল কাজীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার হাতে খুন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার সোমবার রাতে ভাতিজার উপর্যুপরি ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন। পুলিশ ঘাতক রাজিবকে আটক করেছে। সদর উপজেলার রাজঘর গ্রামের রাজিবের সঙ্গে টাকা নিয়ে তার চাচা সিরাজের কথা কাটাকাটি হয়। এ সময় তার আরেক চাচা আমির বাধা দেন। এর জের ধরে রাত ৮টায় শহরের পাইকপাড়ার রাজিবের নেতৃত্বে ৩-৪ সন্ত্রাসী আমিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.