আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় শিক্ষক ছাত্রসহ সাতজন নিহত

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে দুজন, সিরাজগঞ্জে স্কুলশিক্ষকা, নারায়ণগঞ্জে শিশু ও চুয়াডাঙ্গায় নিহত হয়েছেন এক যুবক। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজবাড়ী : পাংশা উপজেলার দিয়েরপাড়া গ্রামে বুধবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কেওয়া গ্রামের মোস্তফা মলি্লকের ছেলে ও স্থানীয় কলিমহর কৃষি কলেজের ছাত্র আরিফ বিল্লাহ এবং বৃদ্ধা কুলসুম বেগম। সন্ধ্যা ৭টায় মারুফ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কুলসুমের ওপর উঠে গেলে দুজনই মারা যান। চট্টগ্রাম : মিরসরাই উপজেলার মিঠাছড়া বাইপাস এলাকায় গতকাল অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত ও অটোরিকশার চালক আহত হয়েছেন। নিহতরা হলেন শাহজাহান ও ফজলুল হক। পুলিশ জানায় চট্টগ্রামগামী অটোরিকশা সঙ্গে বিপরীতমুখী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এদিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মার্দাশা এলাকায় সকালে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন চারজন। সিরাজগঞ্জ : চৌহালী উপজেলার কুরকি বেবিস্ট্যান্ড এলাকায় গতকাল ট্রাকচাপায় স্কুলশিক্ষকা কোহিনুর বেগম নিহত হয়েছেন। কোহিনুর উপজেলার হাটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও খাসকাউলিয়া গ্রামের মানিয়ার রহমানের স্ত্রী। চুয়াডাঙ্গা : জীবননগরের আকন্দবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় বুধবার রাতে করিমন চালক জনি মিয়া নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ : সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি মেথরখোলা এলাকায় গতকাল সন্ধ্যায় ট্রাকচাপায় শাহিন নামে এক শিশু নিহত হয়েছে। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.