কুড়িগ্রাম ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদল কর্মী শফিক শনিবার রাতে মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুবদল। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা সোহেল হোসনাইন, আবুবকর, যুবদল নেতা লিটু, নাদিম প্রমুখ। কুড়িগ্রাম টাউন হলে বিএনপির প্রতিনিধি সভায় যোগ দিয়ে বাড়ি ফেরার পথে গত বুধবার ছাত্রদল কর্মী শফিককে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে আহত করে ছাত্রলীগ নামধারী কিছু যুবক। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার রাতে মারা যান শফিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।