মার্ক জুকারবার্গের স্বপ্নকেও ছাড়িয়ে গেছে ফেসবুক। বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুকে মোহগ্রস্থ থেকেছে বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী। বিশ্বের আনাচে-কোনাচে ছড়িয়ে- ছিটিয়ে থাকা ফেসবুকবাসীর কাছে জনপ্রিয়তার বেড়েছে এ বছর। তথ্য ও সাম্প্রতিক খবর বিস্তারেও প্রভাব ফেলেছে ফেসবুক। নতুন নতুন ফিচার যোগ করে ফেসবুককে নতুন রূপ দেওয়ার প্রচেষ্টায় ত্রুটি ছিল না কর্তৃপক্ষের। কিন্তু সে ক্ষেত্রে ব্যর্থতার পাল্লাই ভারী ছিল। তবে এসবকে ছাপিয়ে গেছে ফেসবুকবাসীর লগইন হওয়ার দিক দিয়ে। গুগলকে টপকে ফেসবুক এখন বিশ্বের ব্যবহৃত এক নম্বর ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।