জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখল হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করবে হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ। এই মহাসমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চলছে দফায় দফায় বৈঠক এবং প্রতিটি বিভাগে গণসংযোগ। সকাল ৯টায় থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত চলবে সমাবেশ। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী। এ বিষয়ে হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, শিক্ষার্থীদের কর্মসূচিতে শিক্ষকরা সমর্থন জানিয়েছে এবং কর্মসূচি সফল করতে সহযোগিতা করা হচ্ছে। কর্মকর্তা সমিতির সভাপতি শেখ রেজাউল করিম বলেন, সব কর্মকর্তা চলমান এই আন্দোলনে একাত্দতা জানিয়েছেন।
এদিকে শিক্ষককে বন্দুক ঠেকিয়ে টেন্ডার ছিনতাইয়ের অভিযোগে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা করার দাবি করেছে শিক্ষক সমিতি। গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এক সমাবেশে অভিযুক্ত জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও মামলা করার দাবি জানায় শিক্ষকরা। সমাবেশে শিক্ষকদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত এবং হুমকিদাতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রশাসন থেকে মামলা করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।