আমাদের কথা খুঁজে নিন

   

ইমরুলের রাজকীয় প্রত্যাবর্তন

চট্টগ্রাম ভেন্যু টাইগারদের পয়মন্ত হিসেবে বিবেচনা করা হয় সব সময়। টাইগারদের পয়মন্ত ভেন্যু এবার দুই হাত ভরে দিল বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েসকে। দুই বছর পর দলে ফেরা কায়েস সেঞ্চুরির মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে করল রাজকীয় প্রত্যাবর্তন। এটিই তার ক্যারিয়ার সেরা এবং অভিষেক সেঞ্চুরি।

দুই বছর পর দলে ফেরা কায়েসের সেঞ্চুরিটি ছিল দারুণ নাটকীয়তা ভরা। ৯৫ রানের মাথায় একটি সহজ ক্যাচ দেন তিনি। অফস্ট্যাম্পের বাইরে বল খেলতে গিয়ে উঠিয়ে দিলেও তা ধরতে পারেননি কিথুয়ান ভিথানাগে। এক বল পর একই রকম আরেকটি ক্যাচ দেন নার্ভাস ইমরুল। এবার ভিথানাগে ধরেন ঠিকই, কিন্তু নো বল দেন বোলার মেন্ডিস! শেষ পর্যন্ত ১০৬ রান করে মেন্ডিসের বলেই আউট হন কায়েস।

ইমরুলের ক্যারিয়ার সেরা ইনিংস পথে শুভকে নিয়ে দ্বিতীয় উইকেটে দেশের হয়ে করেন সর্বোচ্চ জুটির রেকর্ড। তামিম-জুনায়েদের দ্বিতীয় উইকেট জুটিতে করা ২০০ রানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেন ইমরুল-শুভ। এ দুজনের ২৩২ রানের জুটি আবার এখন দেশের হয়ে যে কোনো জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান।

প্রত্যাবর্তন নিয়ে কায়েসের জন্য দু:সংবাদ ইনজুরি। বাংলাদেশ ক্রিকেট দলের মেডিকেল দল জানায় ইমরুলের ইনজুরি কিছুটা মারাত্মক বলে মনে হলেও খুব বেশি গুরুতর নয়। তার দেহের বাঁ দিকে হ্যামস্ট্রিং সমস্যার সৃষ্টি হয়েছে। তাকে আইস থেরাপিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.