ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ও নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্র সাদমান ইয়াসির মাহমুদকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর মাইনুদ্দিন সাদমানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মার্চে রাজীব হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে রিমান্ডে নেয় পুলিশ। তারা হলেন ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান অনিক, এহসানুর রেজা রোমান, নাঈম সিকদার ও নাফিস ইমতিয়াজ। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী পলাশনগরে নিজ বাসার সামনে ব্লগার রাজীব হায়দার অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের হাতে নিহত হন। পরদিন পল্লবী থানায় রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিন অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের নামে একটি মামলা করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।