আমাকে বিএনপির ব্যাপারে লিখতে বারন করেছে । তা না হলে আমাদের দেশ নেত্রী গোপাল গঞ্জ নাম পরিবর্তনের ব্যাপারে যে ঘোষনা দিয়েছে তার সম্পর্কে দুলাইন লিখতাম । গত কদিন তো অনেক বিশ্লেষন হলো তার এই বক্তব্য নিয়ে । যদি আমাকে বিএনপির সম্পর্কে লিখতে বারন না করতো তা হলে লিখতাম কেন বেগম জিয়ার এত রাগ গোপালগঞ্চের উপর । তার রাগের কারন হলো ঐখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবরের জন্ম হয়েছে ।
মূলত বঙ্গবন্ধুর কারনেই তিনি রেগে আছেন । এর কারন কি ভাই জানেন আপনারা । ৭১এ নয় মাস যুদ্ধের সময় তিনি তো ছিলেন ক্যান্টমেন্টে, কার সাথে তা আপনারা বুঝতেই পারছেন । তো দেশ স্বাধীর হবার পর মেজর জিয়া সাহেব তাকে (বেগম জিয়াকে)ঘরে তুলতে চাই ছিলেন না্ । গোপাল গঞ্চের ছেলে বঙ্গবন্ধুই মেজর জিয়াকে বাধ্য করে ছিলেন তাকে ঘরে তুলতে ।
কারন বেগম জিয়া তো ক্যান্টমেন্টেই খুশি ছিলেন । তিনি পাকিস্থানেই চলে যেতে চাই ছিলেন । বাধ সাধলেন শেখ মজিব । এই জন্যই তো বেগম জিয়া তার (এখন আমি বলবো)নামকাস্তে স্বামী মেজর জিয়া হত্যার বিচার করেননি দুইবার দেশের ক্ষমতা পাবার পরও । ঠিক এই ভাবেই আমি আরো একটু বড় করে লিখতাম যদি আমাকে বিএনপির সম্পর্কে লিখতে বারন না করতো ।
জয় বাংলা...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।