আমাদের কথা খুঁজে নিন

   

মানবতা বিরোধী অপরাধ ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড

লেখা-লেখির মাধ্যমে দেশ ও জাতির জন্য কিছু করার মানসিকতা আছে। স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে আমার গর্বের শেষ নেই। আমার প্রিয় মাতৃভাষা ব্যবহার করে ব্লগে লিখতে পারছি। এটা আমার কাছে কম অহংকারের নয়। এই স্বাধীনতা আমরা কিভাবে পেয়েছি তা কারো অজানা নয়।

স্বাধীনতা যুদ্ধের সময় যারা আমার দেশের বিরোধীতা করেই ক্ষান্ত হয়নি সাথে সাথে হত্যা খুন ধর্ষনসহ বিভিন্ন কাজে নাপাকিদের সহায়তা করেছে তারা শাস্তি পাবে এটাই স্বাভাবিক। এদের বিচার কার্যক্রম চলছে। কিন্তু অনেকেই বলছেন এই বিচার কার্যক্রম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে হতে হবে। আমার মতে এদেরকে বিচারের আওতায় আনাটাই অযৌক্তিক। এই নরপশুদেরকে সরাসরি গুলি করে মারা উচিত।

এই বিচার নিয়ে তুরস্ক নাক গলাচ্ছে এটা আমাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ। কিন্তু দুঃখের বিষয় আমরা এখন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কথা বলি। গত ৩০ ডিসেম্বর ২০১২ তারিখে বিবিসি'র বাংলাদেশ সংলাপে অনেকেই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কথা বলেছেন। যারা এই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কথা বলছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন যখন আমার দেশের মানুষকে হত্যা করা হয়েছে তখন আপনাদের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড কোথায় ছিল? ঐ অনুষ্ঠানে এক আপুও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কথা বলেছেন। আপুর প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনার মত যখন আমার মা-বোনদের ধর্ষন করা হয়েছে তখন আপনার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড কোথায় ছিল? তাই একটি আবেদন রাখবো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কথা বাদ দিয়ে চলমান বিচার কার্যকে সমর্থন দিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করতে সহায়তা করুন।

সমর্থন দিতে না পারলে চুপ থাকুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।