আমাদের কথা খুঁজে নিন

   

আবার সেরেনার কাছে শারাপোভা পরাস্ত

প্রায় পৌনে দুই ঘণ্টার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সেরেনার সার্ভ অপ্রত্যাশিত খারাপ হলেও তার সুযোগ নিতে ব্যর্থ হন রাশিয়ার শারাপোভা।

শারাপোভার সঙ্গে ১৭টি মুখোমুখি লড়াইয়ে এটা সেরেনার টানা চতুর্দশ ও সব মিলিয়ে পঞ্চদশ জয়। শারাপোভার দুটো জয়ই এসেছিল দীর্ঘ এক দশক আগে, ২০০৪ সালে।

সেরেনার ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপার বিপরীতে শারাপোভার মাত্র চারটি শিরোপা। র‌্যাঙ্কিয়ে অবশ্য তেমন ফারাক নেই।

গত ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বয়সে মহিলাদের টেনিস র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার পর শীর্ষাসন ধরে রেখেছেন সেরেনা। অন্যদিকে শারাপোভার অবস্থান চার নম্বরে। অথচ মুখোমুখি লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য ৩২ বছর বয়সী সেরেনার।

শনিবার ফাইনালে সেরেনার প্রতিপক্ষ গত দুবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা।

অন্য সেমিফাইনালে বেলারুশের আজারেঙ্কা ১-৬, ৬-৩, ৬-৪ গেমে সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে হারিয়েছেন।



প্রতিযোগিতার পুরুষ বিভাগের সেমিফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে সহজেই ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার মারিঙ্কো মাতোসেভিচকে।

শেষ চারে ফেদেরার খেলবেন ফ্রান্সের জেরেমি শার্দির বিপক্ষে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.