ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন অনর্থক। তিনি বলেন, ভোটারবিহীন এ নির্বাচনে জনগণের কষ্টার্জিত অর্থের অপচয় হবে। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, যে নির্বাচনে ১৫৪ জন প্রার্থী ভোট ছাড়া নির্বাচিত হন; যে নির্বাচনে গণমানুষের কোনো সম্পৃক্ততা নেই তা জাতীয় নির্বাচন হতে পারে না। একদলীয় ও প্রহসনমূলক এ নির্বাচনে যে সরকার গঠন হবে তা জনগণের কতটুকু সমর্থনপ্রাপ্ত বৈধ সরকার হবে এ নিয়েও সংশয় প্রকাশ করেন চরমোনাই পীর। তিনি বলেন, নির্বাচনের নামে প্রহসনের কাজে জনগণের কষ্টার্জিত অর্থ নষ্ট করার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।