আমাদের কথা খুঁজে নিন

   

একদিন নদী হবো (ষোল মাত্রার সনেট)



হয়তো নদী হবো চলতে থাকবো সমুদ্রে
এক বাকে পলি জমে অন্য বাকে হবে ক্ষয়;
প্রবল বর্ষনে সিক্ত হবো শুকোবো রৌদ্রে,
পাহাড়ের সব স্মৃতি বয়ে রয়ে যাবো অব্যয়।

নৌকা ভাসবে এ বুকে পাল তোলে হাওয়ায়
ঢেউ তুলবো তা আছড়ে পড়বে বালুচরে,
ভাসিয়ে নিয়ে যাবো সব জঞ্জাল শুদ্ধতায়
ভাটিয়ালী গান কলতানে উদাসী দুপুরে।

একদিন মিশে যাবো সমুদ্রে ধূসর কাব্যে,
সূর্যাস্ত যাবে গোধূলীর আলোয় ম্লান হবে;
স্মৃতিরা বিস্মৃত হবে রূপালী আলোর নাব্যে,
যুগের সমাপ্তি হবে প্রদীপ শিখা নিভে যাবে।

নদীগুলো ছুটে যায় বিষন্নতা অবহেলে,
ভালবাসা মরে যায় বঞ্চনায় ,দুঃখ পেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.