আবুধাবিতে চলমান প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ বলে দুর্ঘটনাটির জন্ম। পেসার জুনায়েদ খানের বলে কৌশল সিলভার ক্যাচ নিতে গিয়ে আঙুলে ব্যথা পান আদনান।
শুক্রবার চতুর্থ দিনের খেলার শুরু হওয়ার ঠিক আগে তাকে না পাওয়ার তথ্যটি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, “তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন আদনান আকমল। টিম ম্যানেজমেন্টের অনুরোধে সাড়া দিয়ে টেস্ট দলের সঙ্গে যোগ দেয়ার জন্য তার জায়গায় সরফরাজ আহমেদকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিটি।”
এক্স-রে রিপোর্টে আদনানের আঙুলে চিড় ধরা পড়েছে। তার অনুপস্থিতিতে আবুধাবিতে পাকিস্তানের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।