ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন ছিল আদনান খাসোগির। ছোটবেলা থেকেই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। ঘুরে বেড়িয়েছেন ধনীর দুলালের সঙ্গে। ইচ্ছা ছিল একটাই, বড় কোনো ব্যবসায়ী হওয়া। নিজেকে প্রতিষ্ঠিত করা।
ছড়িয়ে দিতে নিজের পরিচিতি। কিন্তু সেটা যে শেষ পর্যন্ত অস্ত্র ব্যবসায় গিয়ে ঠেকবে তা বোধ হয় নিজেও ধারণা করেননি এ সৌদি নাগরিক। ১৯৩৫ সালের ২৫ জুলাই মক্কায় জন্মগ্রহণ করেন। মিসরের আলেকজান্ড্রিয়ার ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে নেন স্নাতক ডিগ্রি। এরপর আর চাকরির পেছনে না ছুটে সরাসরি নেমে পড়েন ব্যবসায়।
দাঁড় করান 'ট্রায়াড হোল্ডিং কোম্পানি' নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু বিধি বাম। বেশিদূর এগোতে পারেননি। অল্প দিনেই দেউলিয়া হয়ে যায় ট্রায়াড হোল্ডিং। পরে বিশ্বজুড়ে যুদ্ধের দামামাকে মাথায় রেখে ষাটের দশকে নেমে পড়েন অস্ত্র ব্যবসায়।
অস্ত্রের ডিলার হিসেবে আমেরিকান একটি কোম্পানি এবং সৌদি সরকারের মধ্যে চুক্তি সম্পন্ন করেন। তখন খাসোগির অস্ত্রের অন্যতম ক্রেতা ছিল লকহিড করপোরেশন নামের একটি বড় প্রতিষ্ঠান (বর্তমানে লকহিড মার্টিন করপোরেশন)। সত্তরের দশকের শুরুতে কোম্পানিটি খাসোগিকে ১০৬ মিলিয়ন ডলার কমিশন দেয়। তার কমিশন ২.৫% থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে ১৫% পর্যন্ত বৃদ্ধি পায়। ইরানবিরোধী সম্পর্ক ধরা পড়ায় ১৯৮৮ সালে খাসোগি বন্দী হন।
কিন্তু দুই বছর পরই বেকসুর খালাস পেয়ে যান। ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে আমেরিকান রাজনৈতিক উপদেষ্টা রিচার্ড পার্লের সঙ্গে জোটবদ্ধ হয়ে ব্যবসা করেছেন। বর্তমানে তিনি মোনাকোতে বসবাস করছেন। চালিয়ে যাচ্ছেন অস্ত্র সাম্রাজ্যের চাবিকাঠি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।