আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল অবরোধ সংঘর্ষ ভাঙচুর আগুন, নিহত ১

নির্বাচন বাতিলের দাবিতে টানা অবরোধ ও ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে লালমনিরহাটের পাটগ্রামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। দিনাজপুরে ব্যাংকে হামলা চালানো হয়। সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত সমর্থকরা কয়েকটি বাড়িতে হামলা চালালে আওয়ামী লীগও পাল্টা হামলা চালায়। এ ছাড়া বিভিন্ন স্থানে হামলা, অগি্নসংযোগ, অবরোধের সংবাদ পাঠিয়েছে আমাদের প্রতিনিধিরা। বিভিন্ন স্থানে যৌথবাহিনী আটক অভিযান চালায়। নরসিংদীতে ছাত্রদল নেতাকে না পেয়ে তার বাবা-মা ও দুই গৃহপরিচারিকাকে আটক করে। এ সংক্রান্ত প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-

লালমনিরহাট : পাটগ্রামে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সভাপতি মোবারক হোসেন (৩৫) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। মোবারক হোসনাবাদের মৃত আলতাফ হোসেনের ছেলে। শনিবার বেলা ১১টার দিকে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের শফিরহাট এলাকার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শফিরহাট বাজার এলাকার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের দিকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে যেতে চেষ্টা করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোবারক হোসেন ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান একজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী পুলিং অফিসারের দায়িত্ব পাওয়া হাফিজুর রহমান নামের একজনকে গতকাল পিটিয়ে গুরুতর আহত করেছে বিএনপি কর্মীরা।

সিরাজগঞ্জ : বিরোধী দলের অবরোধ-হরতাল চলাকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা বাজার, খোকশাবাড়ী ও চর শৈলাবাড়ী এলাকায় বিএনপি-জামায়াত কর্মীরা হামলা চালিয়ে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪টি বাড়ি ভাঙচুর করেছে। এ সময় তিনজন মহিলাকে মারপিট করা হয়। অপরদিকে, জামায়াত-বিএনপির হামলার পর পরই আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাশর্্ববর্তী টুকরা ছোনগাছা ও ফকিরপাড়া এলাকায় হামলা চালিয়ে ২৬টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। হামলা চলাকালে কয়েকটি এলাকার নারী-পুরুষ ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ৩০ রাউন্ড রাবার বুলেট ও সিসা নিক্ষেপ করেছে।

দিনাজপুর : দিনাজপুরে ১৮ দলীয় জোটের হরতালে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে কর্মীরা। এ সময় শহরের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক, এটিএম বুথ, রেলওয়ে স্টেশন এবং বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। গতকাল নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়া আনসার সদস্যদের লাঠি কেড়ে নিয়ে তারা এই ভাঙচুর চালায়। এ সময় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১৮ দলীয় জোটের টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল দুপুরে দিনাজপুর শহরের সুইহারী এলাকায় পিকেটিং করার সময় নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়া আনসার সদস্যদের লাঠি কেড়ে নেয়। এরপর ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা সেই লাঠি নিয়ে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কোতোয়ালি থানার সামনে দিয়ে জেল রোড এলাকায় পেঁৗছলে প্রথমে তারা শাহজালাল ইসলামী ব্যাংক, মার্টিন চাইনিজ রেস্তোরাঁ, কনকর্ড হোটেল, মুন্সীপাড়ায় ঢাকা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ এবং দিনাজপুর রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় গোটা শহরে মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। হামলাকারীরা নির্বিঘ্নে ভাঙচুর করে চলে যাওয়ার আধাঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। পার্বতীপুরে হরতালকারীরা বেলা ১১টার দিকে শহরের নতুন বাজার, পুরাতন বাজার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুটি মোটরসাইকেল ও দুটি অটোবাইক ভাঙচুর করে। দিনাজপুর পুলিশ সুপার রুহুল আমিন সাংবাদিকদের জানান, অধিকাংশ পুলিশ সদস্য নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রয়েছে। এরপরও শহরে ১০টি মোবাইল টিম কাজ করছে। যশোর : গতকাল সন্ধ্যা ৭টার দিকে মনিরামপুরের চান্দুয়া শমসকাঠি গ্রামে পুলিশের গাড়িতে বোমা হামলা, ভাঙচুর ও অগি্নসংযোগ করে। এতে পুলিশ ও আনসারের ৯ সদস্য আহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাইক্রোবাসে পুলিশের একটি মোবাইল টিম মনিরামপুর সদর থেকে শমসকাঠির দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ একদল লোক গাড়িটিতে আক্রমণ করে। তারা পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসটিতে আগুন দেয়, ভাঙচুর করে। পুলিশ এ সময় গুলি করে হামলাকারীদের হটিয়ে দেয়। যশোর পুলিশের মুখপাত্র এএসপি (সদর) রেশমা শারমিন পুলিশের গাড়িতে হামলার কথা স্বীকার করে বলেন, প্রাথমিক তথ্যমতে, এই ঘটনায় অন্তত দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ফরিদপুর : ফরিদপুর শহরের ঝিলটুলীতে অবস্থিত উপজেলা ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত ৭টার দিকে একদল যুবক পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে উপজেলা ভূমি অফিসের বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও টেবিল-চেয়ার পুড়ে গেছে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোতোয়ালি থানা পুলিশ।

ভোলা : ভোলার চরফ্যাশনে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই চরফ্যাশন বাজারে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মৌলভীবাজার : গতকাল রাত সাড়ে ৭টায় বড়লেখায় ১৮ দলীয় জোট হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর করে। পাবনা : পাবনায় ১৮ দলের হরতাল চলাকালে ঈশ্বরদীতে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে উভয় পক্ষের গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছে। এ সময় ঈশ্বরদী স্টেশনে দাঁড়িয়ে থাকা মহানন্দা এঙ্প্রেস ট্রেনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এ ছাড়া সংঘর্ষ চলাকালে তিনটি ব্যাংকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর করে ছাত্রদল কর্মীরা। নাটোর : হরতাল ও টানা অবরোধ চলাকালে গতকাল সকালে নাটোর শহরের রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা ও এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম আফতাবসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। সৈয়দপুর : গতকাল হরতাল সমর্থক যুবদল ছাত্রদলের পিকেটাররা কমপক্ষে ১০০ অটোবাইক ভাঙচুর করেছে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাণ্ডবলীলা চলে। নরসিংদী : নরসিংদীতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শুক্রবার রাত ২টার দিকে শহরের ভেলানগর এলাকায় ফকির হাউসে এ অভিযান চালায়। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকির রনিকে না পেয়ে তার বাবা-মা ও ২ গৃহপরিচারিকাকে আটক করছে। আড়াইহাজার : হরতালের প্রথম দিনে আড়াইহাজার উপজেলার বাগবাড়ী এলাকায় রাস্তায় ট্রায়ার ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে ১৮ দল। ময়মনসিংহ : ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশায় আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। শুক্রবার রাতে ও শনিবার দুপুরে এ অগি্নসংযোগের ঘটনা ঘটে।

বাগেরহাট : বাগেরহাটে জামায়াতের দুই নেত্রীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রামপাল উপজেলার চাকশ্রী বাজার থেকে রামপাল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মলি্লক আবদুল হাই, মোরেলগঞ্জ সদর উপজেলা জামায়াতের মহিলা রোকন মেহেরুন নেসা ও মহিলা রোকন ওয়াহিদা বেগমসহ ৫ জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে। মেহেরুন নেসার স্বামী মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক বজরুল রশিদ বাদশা ও ওয়াহিদা বেগমের স্বামী জামায়াত নেতা ফারুক শেখ। আটককৃতদের বিরুদ্ধে ভোট কেন্দ্রে উপস্থিত না হতে ভোটারদের প্ররোচণার অভিযোগ রয়েছে বলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক জানান।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে ১৮ দলের উদ্যোগে অবরোধসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। ছাত্রলীগের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের আহত হয় সাতজন।

যৌথবাহিনীর কড়া নজরদাড়ির মধ্যে জামায়াত-শিবিরের উদ্যোগে সকালে রাস্তা অবরোধ করে হরতাল পালনকালে জেলা জামায়াতের নেতা-কর্মীরা কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই বাজার এলাকাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এদিকে দুপুরে ১৮ দলের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল চলাকালে বিক্ষোভ ঠেকাতে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে শহরের ঘোষপাড়ার এলাকায় ১৮ দলের বিক্ষোভ মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় একটি মোটরসাইকেল ও কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পুলিশ তিনজনকে আটক করেছে।

চাঁদপুর : চাঁদপুরে হরতাল ও অবরোধে গাড়ি ভাঙচুর ও খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। শহরের বাবুরহাট এলাকায় গতকাল সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। সকাল সাড়ে ১০টায় শহরের নতুন বাজার এলাকায় হরতালের সমর্থনে ১৮ দলীয় জোটের মিছিল থেকে মমিন রাঢ়ী নামে এক রিকশা চালকের ওপর হামলা চালালে সে মারাত্দক জখম হয়। পরে তাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। ঝিনাইদহ : গতকাল সকালে শহরের পুরাতন ডিসিকোর্টের সামনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। পরে কুটুম কমিউনিটি সেন্টারের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল : বরিশাল-৫ (সদর) আসনের এমপি ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল-৪ আসনের এমপি ও উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদের বাসায় দফায় দফায় তল্লাশি চালিয়েছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে সরোয়ার এমপির সন্ধানে নগরীর পশ্চিম কাউনিয়ায় তার বাসায় দফায় দফায় এবং তার বাসভবন সংলগ্ন কয়েকটি বাসায়ও তল্লাশি চালানো হয়। যদিও এসব বাসা থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রাজধানীতে ঢিলেঢালা হরতাল : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিন গতকাল রাজধানীতে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগি্নসংযোগ ও ভাংচুরের মধ্য দিয়ে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। নগরীর জনজীবন ছিল অনেকটা স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথে গণপরিবহন চলাচলও বাড়ে। কর্মব্যস্ত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নগরীর গুলিস্তান, পল্টন মোড়, ফার্মগেট, মহাখালী, মালিবাগ, মিরপুরসহ প্রধান প্রধান সড়কে যানজটও চোখে পড়েছে। বেশির ভাগ শপিং মল ও দোকানপাট খোলা ছিল। তবে ক্রেতা সংখ্যা কিছুটা কম ছিল। গতকালও রাজধানী থেকে ঢাকার বাইরে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল করেছে।

কদমতলীতে ককটেল উদ্ধার: সকাল ৭টার দিকে কদমতলীর কে.এম মাইনুদ্দিন উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ৬টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা বোমাগুলো রেখেছে তা এখনো জানা যায়নি। জনমনে আতংক ছড়াতেই দুর্বৃত্তরা ভোট কেন্দ্রে বোমাগুলো রাখে বলে ধারণা করছেন তিনি।

মাতুয়াইলে ভ্যানে আগুন: প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে যাত্রাবাড়ির মাতুয়াইলে একটি পণ্যবাহী ভ্যান থামিয়ে হরতাল সমর্থনকারীরা আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মগবাজারে ককটেল বিস্ফোরণ: প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ৮টার দিকে হরতালের সমর্থনে মগবাজার রেলগেট এলাকায় জামাত-শিবিরকর্মীরা একটি মিছিলটি বের করে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়। রমনা থানার এসআই নাজমুল ইসলাম জানান, মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় শিবিরের কর্মীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাবতলীতে বাসে আগুন: প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে গাবতলীতে রোজিনা পরিবহন কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় কয়েকজন হরতাল সমর্থক। তবে এ সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

সাইন্সল্যাবে হাতবোমা বিস্ফোরণে আহত ২: প্রায় একই সময়ে সাইন্সল্যাব ওভারব্রিজ থেকে পরপর হাতবোমা ছুঁড়ে মারে হরতাল সমর্থকরা। বিকট শব্দে বোমা দুটি বিস্ফোরণ ঘটলে দুই পথচারী আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

ফার্মগেটে হাতবোমার বিস্ফোরণ: প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সোয়া ৩টার দিকে ফার্মগেট মোড়ে দু'টি মোটরসাইকেলে করে কয়েকজন হরতাল সমর্থক পরপর ৩টি হাতবোমা নিক্ষেপ করে দ্রম্নত ঘটনাস্থল ত্যাগ করে। বিকট শব্দে হাতবোমাগুলো বিস্ফোরিত হলে আশপাশের এলাকার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।

সূত্রাপুরে ককটেল উদ্ধার: বিকাল সোয়া ৫টার দিকে সূত্রাপুর পুরান ঢাকার সরকারি কবি নজরুল কলেজের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

ইসি'র সামনে ককটেল বিস্ফোরণ: রাত পৌনে ৮টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে শেরেবাংলানগর থানা পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.