যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় তুষারপাতে দুর্ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২ জন। তুষার ঝড়ে বুধবার যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলে জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। মাত্র তিন ইঞ্চি তুষারপাতেই দেশের বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে আটকে গেছে বিপুলসংখ্যক মানুষ। পূর্বাভাস পাওয়ার পরও কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন না করায় এমন অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।জর্জিয়া আর আলাবামা এলাকায় মঙ্গলবার প্রায় এক হাজার শিক্ষার্থী স্কুলের জিমে রাত কাটিয়েছে। আর বাড়ির পথে যাত্রা করা শিক্ষার্থীদের প্রায় ১০০ জন আটলান্টা এলাকায় স্কুলবাসে আটকা পড়েছে। জর্জিয়ার গভর্নর নাথান ডিল জানান, আটলান্টার শিক্ষার্থীদের সবাই বুধবার রাতেই তাদের পরিবারের কাছে ফিরেছে। তিনি আরও জানান, আটকে পড়া স্কুলবাস উদ্ধারে সেনা সদস্যদের পাঠানো হয়েছে। তারা আটকে পড়া ব্যক্তিদের খাবার আর পানীয় সরবরাহ করবে। আটকে যাওয়া গাড়ির অনেক যাত্রীই আশপাশের চার্চ আর ফায়ার স্টেশনে আশ্রয় নিয়েছে। দক্ষিণ ক্যারোলিনার পুলিশ জানিয়েছে, তুষারপাতের কারণে প্রায় ৮০০ দুর্ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের অনেক জায়গায়ই বুধবার তাপমাত্রা মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।