আমাদের কথা খুঁজে নিন

   

নাটোর ও নোয়াখালীতে সিইসির কুশপুত্তলিকা দù

৪৮ ঘণ্টার হরতাল ও টানা অবরোধের সমর্থনে এবং একদলীয় নির্বাচন বাতিল দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ১৮ দল আর সিইসি রকিবউদ্দীনের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রশিবির।

সকালে শহরের হাফরাস্তা এলাকায় জেলা ১৮ দলের সমন্বয়কারী জেলা বিএনপির সেক্রেটারি আমিনুল হকের নেতৃত্বে মিছিল করে বিএনপি। ১৮ দলের মিছিল শেষে বড় হরিশপুর বাইপাস মোড়ে সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, আতিকুল ইসলাম রাসেল, এনায়েত হোসেন চৌধুরী, আসাদুজ্জামান আসাদ, শাহজাহান আলী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আল মাসুদ মিলন। এ ছাড়া শহরের কানাইখালী সাহারা প্লাজার সামনে থেকে একটি মিছিল বের করে ছাত্রশিবির। এদিকে একই দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নোয়াখালী ১৮ দলের উদ্যোগে মিছিলের নেতৃত্ব দেন বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুর রহিম, যুবদল নেতা কামাক্ষ্যা চন্দ্র দাসসহ স্থানীয় নেতারা। মিছিলটি চৌমুহনী পূর্ব বাজার থেকে শুরু হয়ে বেগমগঞ্জ চৌরাস্তা প্রদক্ষিণ শেষে আবার পূর্ব বাজারে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা সিইসি কাজী রকিবউদ্দীনের কুশপুত্তলিকা দাহ করে। পরে এক সমাবেশে বক্তারা আজকের ভোটারবিহীন এ নির্বাচন অবিলম্বে বাতিলের দাবি জানান।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.