বেলা সাড়ে ১২টা। চট্টগ্রাম রেলওয়ে পাবলিক স্কুল কেন্দ্র। আবদুস সাত্তার (৫৪) নামের একজন পঙ্গু প্রতিবন্ধী ভিক্ষুক ভোট দেওয়ার জন্য হুইল চেয়ারে বসে কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি প্রতিবেদককে বলেন, 'আগে দুইবার এই কেন্দ্রেই ভোট দিয়েছি, এবারও দিতে এসেছি। ভোট আমার নাগরিক অধিকার। ভোটার উপস্থিতি তেমন দেখা যাচ্ছে না। বাইরে অনেক মানুষ, ভেতরে ভোটার নেই। বিএনপি নির্বাচনে অংশ নিলে ভোটারের উপস্থিতি অনেক বেশি হতো।' তিনি বলেন, দিনের বেলায় ভিক্ষা করেন এবং সন্ধ্যার পর ভাপা-পিঠাসহ বিভিন্ন ছোট-খাটো ব্যবসা করেন। সিআরবিতে একটি বস্তিতে স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ ২ হাজার টাকার ভাড়া বাসায় থাকেন।
নগরীর ৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু। রেলওয়ে পাবলিক স্কুল ভোট কেন্দ্রে বাবলুর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। ৩টি মহিলা বুথে প্রিজাইডিং অফিসার আজম মোহাম্মদ আনোয়ার সাহাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখন পর্যন্ত ২০০ ভোট পড়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।