সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, উপজেলা নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটের রায় দিয়েছে। তাতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ পরবর্তীতে জামায়াতের চেয়েও কম ভোট পাবে। গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জেএসডির সিনিয়র সহসভাপতি এমএ গোফরানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি. চৌধুরী বলেন, গত ৫ বছর দমন-পীড়ন করে এবং ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। তিনি বলেন, একটি দেশের স্বাধীনতার মূলমন্ত্র হচ্ছে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু আজ এই দুটি বিষয়ই শঙ্কার মধ্যে পড়েছে। আশা করি, মুক্তিযুদ্ধকে দলীয়করণ না করে আওয়ামী লীগ প্রমাণ করবে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল। জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, অতি দ্রুত গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন না দিলে দেশ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তিনি বলেন, এভাবে সরকার ও রাষ্ট্র চলতে থাকলে একসময় বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাবে। তখন দেশের পরিস্থিতি আরও খারাপ হবে। সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক ব্যবস্থার বিপরীতে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন। প্রসঙ্গত, প্রতি বছর ২ মার্চ পতাকা উত্তোলন দিবস হিসেবে কর্মসূচি পালন করে জেএসডি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।