আমাদের কথা খুঁজে নিন

   

১৭ বছরেও বিচার হয়নি '৯৬ সালের শেয়ার কেলেঙ্ক&#

১৭ বছরেও বিচার হয়নি ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির। ওই শেয়ার কেলেঙ্কারির ঘটনায় '৯৭ সালে দায়ের করা ১৫ মামলার মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি, হাইকোর্টে ১২টি ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুটি বিচারাধীন রয়েছে। ওই শেয়ার কেলেঙ্কারির মামলার অগ্রগতি জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০১০ সালে সংঘটিত শেয়ার কারসাজির মামলার সর্বশেষ পরিস্থিতিও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। গতকাল বিএসইসি ১৯৯৬ ও ২০১০ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা মামলার বর্তমান পরিস্থিতি জানিয়ে এ চিঠি দেয়। চিঠিতে মামলার অগ্রগতি ও নিষ্পত্তিতে বিভিন্ন জটিলতা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০১০ সালের ডিসেম্বর ও ২০১১ সালের জানুয়ারির শেয়ার কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ২০১১ সালে মামলা করে কমিশন। এর মধ্যে অভিযুক্ত পাঁচ বিনিয়োগকারীর বিরুদ্ধে গত বছরের ২১ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পৃৃথক দুটি মামলা করা হয়। এর মধ্যে ১৯৯৭ সালের চারটি ও ২০১১ সালের দুটি মামলার প্রথম ও সর্বশেষ আদেশের প্রত্যায়িত অনুলিপি পাঠানো হয়েছে। জানা গেছে, গত দেড় দশকেও ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা ১৫ মামলার একটিরও বিচার কার্যক্রম নিষ্পত্তি হয়নি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিচার কার্যক্রম ধামাচাপা রয়েছে। '৯৬ সালে দায়ের করা মামলাগুলোর অভিজ্ঞতা থেকে ২০১১ সালের শেয়ার কেলেঙ্কারিতে অভিযুক্তদের বিচার কার্যক্রম শেষ হবে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করছেন পুঁজিবাজারসংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির এক শীর্ষ কর্মকর্তা বলেন, আইনগত দীর্ঘসূত্রতার জন্য পুঁজিবাজারসংক্রান্ত মামলা নিষ্পত্তি করা যায় না।

তবে পুঁজিবাজারসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ (সংশোধন) আইন-২০১২ করা হয়েছে। বর্তমানে ট্রাইব্যুনাল গঠন ও তা পরিচালনার জন্য আইন প্রণয়নের কাজ চলছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.