আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট বিশ্বকাপ 2015



30 জুলাই 2013 অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিতব্য 2015 সালের বিশ্বকাপে ক্রিকেটের সূচি ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।
এটি 11 তম আয়োজন এবং 2015 সালের 14 ফেব্রুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত 44 দিন চলবে। মোট ম্যাচ: 49 টি; অস্ট্রেলিয়ায় 26 ও নিউজিল্যান্ডে 23 টি।
অংশগ্রহনকারী দল 14। 10 টি টেস্ট খেলুড়ে দেশের সাথে খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা চার দল। আইসিসি ওয়ার্ল্ড লিগ চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান নিশ্চিত করে এরই মধ্যে বিশ্বকাপের টিকিট পেয়েছে আয়ারল্যান্ড। বাকি দল ঠিক হবে বিশ্বকাপ কোয়ালিফাইয়ার থেকে 2014 সালে।

গ্রুপ 'এ'
* ইংলেন্ড
* অস্ট্রেলিয়া
* শ্রীলংকা
* বাংলাদেশ
* নিউজিল্যান্ড
* বাছাই 2
* বাছাই 3

গ্রুপ 'বি'
* দ.আফ্রিকা
* ভারত
* পাকিস্তান
* ওয়েস্ট ইন্ডিজ
* জিম্বাবুয়ে
* আয়ারল্যান্ড
* বাছাই 4

উদ্বোধনী ম্যাচ 14 ফেব্রুয়ারি 2015 নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা, ভেনু ক্রাইস্টাচার্চ
ফাইনাল 29 মার্চ 2015 ভেনু মেলবোর্ন॥

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.