আমাদের কথা খুঁজে নিন

   

সুনামগঞ্জে বিজয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ দুই 

সুনামগঞ্জের পরাজিত আওয়ামী বিদ্রোহী প্রার্থী আজিজুস সামাদ ডন ও সৈয়দ রফিকুল হক সোহেল ভোট জালিয়াতির মাধ্যমে তাদের 'বিজয় ছিনিয়ে নেওয়ার' অভিযোগ এনেছেন সরকার দলের বিজয়ী প্রার্থী এমএ মান্নান ও মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে। গতকাল জগন্নাথপুর ও সুনামগঞ্জে পৃথক সংবাদ সম্মেলনে ফলাফল প্রত্যাখ্যান করে সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-১ আসনে পুনর্নির্বাচনের দাবি জানান তারা।

সুনামগঞ্জ-৩ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন তার নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। লিখিত বক্তব্যে ডন অভিযোগ করেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় মান্নান সমর্থকরা আমার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়ে নৌকা মার্কায় সিল মেরে জাল ভোট দেন। তাদের এ ভোট ডাকাতির ফলে পাল্টে যায় আমার নিশ্চিত বিজয়। এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ-১ আসনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগ এনেছেন সৈয়দ রফিকুল হক সোহেল। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ আমাকে ভোট দিলেও এমপি রতন তার পদমর্যাদা ও ক্ষমতা ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে আমাকে পরিকল্পিতভাবে পরাজিত করেছেন। তার অভিযোগ, 'নির্বাচন শেষ হওয়ার পরও আমার কর্মী-সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব লোকজন আমার পক্ষ নিয়েছিলেন, তারা হামলার শিকার হচ্ছেন। তিনি বলেন, বিভিন্ন স্থানে রতনের লোকজনের হাতে আমার অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে জামালগঞ্জের রবীন্দ্র মেম্বারসহ আহত চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রতনের ইঙ্গিতে আমার ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে অর্ধশত মামলা হয়েছে। পুলিশের ভয়ে তারা এখন বাড়িছাড়া। সম্মেলনে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউসুফ আল আজাদ, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত বর্মণ প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.