আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির নথি তল÷

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ জন্য সব নথি তিন দিনের মধ্যে সরবরাহের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছে দুদক। অধ্যাপক কাজী শহিদুল্লাহর বিরুদ্ধে বাসা ভাড়া নামে প্রায় সাড়ে আট লাখ টাকা আত্দসাতের অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে নির্ধারিত গাড়ির বাইরেও অতিরিক্ত আরেকটি গাড়ি বরাদ্দ নেওয়ারও অভিযোগ রয়েছে। যেটি তার স্ত্রী ব্যবহার করতেন। এ গাড়ির জন্য কয়েক লাখ টাকার ক্ষতি গুনতে হয়েছে বিশ্ববিদ্যালয়কে। দুর্নীতির এসব বিষয় তদন্ত করছেন দুদকের সিনিয়র সহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) যতন কুমার রায়। যতন কুমার রায় জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছেই চাওয়া হয়েছে ভিসির দুর্নীতি সংক্রান্ত সব নথি ও কাগজপত্র। এর বাইরে দুদকের পক্ষ থেকে মামলার বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.