ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর-সিএনজি এবং হবিগঞ্জে বাসের সঙ্গে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। গাজীপুরের শ্রীপুরে ট্রাক-স্কুটার সংঘর্ষে মারা গেছেন দুজন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় তিনজন, চাঁদপুর ও জামালপুরে দুজন এবং নেত্রকোনা, নাটোর ও সাতক্ষীরায় একজন করে নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে গতকাল ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। তারা হলেন- সিএনজি চালক শাহ আলম, হবিগঞ্জের লাখাইয়ের মদনমোহন সরকার, নন্দলাল সরকার, জগদীশ, রতিন্দ্র ও ইলিয়াছ মিয়া। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। হবিগঞ্জ : সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরানবাজার এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পুলিশ সদস্য পাবেল হোসেন জোবায়েদ, চুনারুঘাট উপজেলার শাহিন মিয়া, কামাল মিয়া ও বাহুবল উপজেলার আবদুল হাই। শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের পুরানবাজার পশ্চিমবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ট্রাক ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন সোহাগ ও অপরজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন উপজেলার রৌহা গ্রামের মর্তুজ আলী ও ওবায়দুল্লাহ। কুমিল্লা : চৌদ্দগ্রামের আমানগণ্ডায় গতকাল রাস্তা পারাপারের সময় স্কুলছাত্রী ফাতেমা আক্তারকে ঢাকাগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। অন্যদিকে একই উপজেলার মহাসড়কের কালীর বাজার এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত হন বৃদ্ধা সেতারা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এ ছাড়া দাউদকান্দি শহীদনগরে বাসচাপায় নিহত হয়েছেন অজ্ঞাত পরিচয় যুবক। চাঁদপুর : সদর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শুক্রবার বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস সানজিদা ও তার ছোট বোন ঝুমুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন- শাহীনা বেগম, লিটন মিয়া ও লিমন কৃষ্ণ। জামালপুর : জামালপুরে ভটভটি চাপায় ফজল শেখ ফয়সাল নামে এক যুবক নিহত হয়েছেন। সে ইসলামপুর পৌরসভার ভেংগুরা মণ্ডলপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে। এদিকে মেলান্দহে সড়ক দুর্ঘটনায় কোহিনুর নামে একজন নিহত ও আহত হয়েছেন তিনজন। নেত্রকোনা : সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের আতকাপাড়ায় শুক্রবার নসিমন-টেম্পোর সংঘর্ষে আবুল কাসেম নামে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। নাটোর : বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজারের পাশে সড়ক দুর্ঘটনায় গতকাল ফাতেমা খাতুন নামে এক মানসিক প্রতিবন্ধী মহিলা নিহত হয়েছেন। ফাতেমা বড়াইগ্রামের ধামানিয়াপাড়া গ্রামের পুরা মণ্ডলের মেয়ে। সাতক্ষীরা : সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাঈদুর রহমান নিহত ও দুজন আহত হয়েছেন। সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়া উপজেলার স্যালন্দা বাজারের কাছে গতকাল মানিক প্রাংয়ের ছেলে কাউছার (৬) রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস চাপায় নিহত হয়েছে। স্যালন্দা স. প্রা. বিদ্যালয়ের ছাত্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।