৫ জানুয়ারির সংসদ নির্বাচনকে ভোটাররা চরমভাবে অনাস্থা জানিয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরাম নেতারা। তারা বলেছেন, ভোটকেন্দ্রে ভোটারের অস্বাভাবিক অনুপস্থিতি, ৪২টি ভোটকেন্দ্রে একজন ভোটারও উপস্থিত না হওয়ার মধ্য দিয়ে এই নির্বাচনের প্রতি চরম অনাস্থা প্রকাশ করেছেন ভোটাররা। তাই আমরা দাবি করছি, দেশের জনগণ ও বহির্বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ এ নির্বাচন অবিলম্বে বাতিল করুন। গতকাল গণফোরামের স্থায়ী পরিষদের সভা থেকে এ আহ্বান জানানো হয়। রাজধানীর আরামবাগের ইডেন কমপ্লেঙ্ েদলের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সভায় সরকার সমঝোতার উদ্যোগ না নিয়ে রাজনৈতিক নেতা, আইনজীবীদের গণহারে গ্রেফতার করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি সভায় চলমান সংঘাত বন্ধে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়েছে। সভায় নির্বাচনে সহিংসতা, হত্যা, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অগি্নসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
সভায় বক্তব্য দেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।