আমাদের কথা খুঁজে নিন

   

জাজের আরও ২০০ ডিজিটাল সিনেমা হল

'অ্যানালগ' সিনেমা হলগুলোকে ডিজিটাল করার ঘোষণা দিয়ে শুরুতেই চলচ্চিত্রে বেশ একটা আলোড়ন সৃষ্টি করে জাজ মাল্টিমিডিয়া। প্রাথমিকভাবে দেশের ৪০০ সিনেমা হলকে ডিজিটাল করার ঘোষণা দিলেও নানা প্রতিকূলতার মধ্যে প্রায় ১০০টি সিনেমা হলকে ডিজিটাল করে তারা। প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে এ বছর আরও ২০০ সিনেমা হলকে ডিজিটাল করার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। আগামী জুনের মধ্যে ১৫০টি এবং পরের ৬ মাসে আরও ৫০টি সিনেমা হলকে ডিজিটাল করা হবে। বিষয়টি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ার বলেন, 'সিনেমার ডিজিটালাইজেশন এখন সময়ের দাবি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে গেলে আমাদের উন্নতমানের টেকনোলজিনির্ভর সিনেমা নির্মাণের যেমন বিকল্প নেই, তেমনি সিনেমা হলগুলোর আধুনিক সংস্করণও অত্যন্ত জরুরি এবং অপরিহার্য। সব কিছু হিসাব-নিকাশ করেই ২০১৪ সালে আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। কেবল নতুন ২০০ সিনেমা হলকেই ডিজিটাল করব না, পাশাপাশি আরও কিছু নতুন মুখ নিয়ে আসব চলচ্চিত্রে।

২০১৪ সালে কমপক্ষে ১২টি নতুন সিনেমা নির্মাণ করব আমাদের প্রতিষ্ঠান থেকে।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.