১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত বক্স অফিস মাতানো সিনেমাটির মধ্য দিয়েই বলিউডে পরিচিতি পেয়েছিলেন জুহি এবং আমির। সিনেমাটির যদি রিমেক করা হয় তাহলে জুহি মনে করেন, রিমেক সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের জন্যও তিনি এবং আমিরই আদর্শ শিল্পী হবেন।
এ বিষয়ে জুহি বলেন, “সিনেমাটির মধ্য দিয়ে আমার ক্যারিয়ারের সূচনা। তাই এ ক্ষেত্রে আমি বেশ আবেগপ্রবণ। যদিও সিনেমাটির রিমেক নিয়ে ভাবিনি এখনও, তবে যদি হয় তাহলে আমি চাইব যেন আমি আর আমিরই আবারও অভিনয় করি।
”
সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি পুনর্মিলনীর আয়োজন করছেন আমির। সেখানে সংশ্লিষ্ট সকলের জন্য পার্টির আয়োজন করা হবে এবং পরে আবারও দেখানো হবে ২৫ বছর আগের আলোচিত সিনেমাটি।
পুনর্মিলনী নিয়ে জুহি বলেন, “সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলে ২৯ এপ্রিল একত্রিত হতে যাচ্ছি। সেদিন আমরা আবারও ২৫ বছর আগের সিনেমাটি এক সঙ্গে উপভোগ করব। ”
‘কায়ামত সে কায়ামত তাক’ ছাড়াও ‘লাভ লাভ লাভ’, ‘তুম মেরে হো’, ‘দৌলাত কি জাং’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ এবং ‘ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছিলেন জুহি এবং আমির।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।