চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) বৃহস্পতিবারের ঘটনায় জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেছে। এ ঘটনায় নিহত পারভিন আক্তারের (২২) পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ছয় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেইপিজেড কর্তৃপক্ষ। জানা যায়, বৃহস্পতিবার কেইপিজেডের জুতা কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনায় শুক্রবার জেলা প্রশাসক আবদুল মান্নান আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এদিকে কেইপিজেডের ঘটনায় বৃহস্পতিবার রাতেই আনোয়ারা উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমদের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (বন্দর) মোস্তাক আহমদ, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক, বৈরাগের চেয়ারম্যান নোয়াব আলী, চাতরীর চেয়ারম্যান ইয়াছিন হিরু ও কেএসআইএলের ব্যবস্থাপক নাহিদ হাসান ও ডিজিএম মো. নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে নিহত পারভিনের পরিবারকে ছয় লাখ টাকা এবং আহতদের চিকিৎসার পাশাপাশি তাদের এক লাখ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এর পরপরই রাত সোয়া ১২টার সময় পারভিনকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে সেখানে উপস্থিত হন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমদ ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
গতকাল বারশত ইউনিয়নের গুন্ধীপ গ্রামে নিহত পারভিনের ঘরে গিয়ে পরিবারের আহাজারি দেখা গেছে। এখনো ওই পরিবারের কান্না থামেনি। বার বার মূর্ছা যাচ্ছিলেন পারভিনের মা মাজেদা খাতুন (৬৫) ও তার বোন নাছিমা (১৯)। ঘটনার সময় পারভিনের খুব কাছেই ছিলেন নাছিমা। জানা গেছে, গুন্ধীপের মৃত খলিলুর রহমানের তিন ছেলে ও তিন মেয়ের অভাবের সংসারে অভাব ঘোচাতে জুতা কারখানায় চাকরি নেয় দুই বোন পারভিন ও নাছিমা। আর এ ঘটনায় নাছিমার সামনেই মারা যায় তার বড় বোন পারভিন। নাছিমা বলেন, আমরা দুই বোন এক সঙ্গেই কাজে যেতাম, এভাবে আমার বোনকে হারাতে হবে ভাবিনি। তার বড় ভাই আবু তাহের বলেন, সকালেই সুস্থ সবল মানুষ কাজে গেল আর রাতেই ফিরল লাশ হয়ে। এ কষ্ট কাকে বোঝাব। পারভিনের মা মাজেদা খাতুন (৬৫) বলেন, অভাব ঘোচাতে গিয়ে আমার মা মারা গেল, আমি কী নিয়ে বাঁচব। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমদ বলেন, আজ-কালের মধ্যে আমরা ঘটনার তদন্তে যাব, সরেজমিন পরিদর্শন করেই রিপোর্ট দেওয়া হবে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্য ও সাক্ষ্য সাপেক্ষে সব কিছু করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।