ময়মনসিংহের গফরগাঁওয়ের নিগুয়ারী গ্রামে মহিষমাতান প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি নিয়ে প্রতারণার অভিযোগ ওঠেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তালেব জানান, 'এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখা হবে।' বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ উদ্দিন বলেন, 'বিষয়টি নিয়ে এখন কথা বলব না, পরে বিস্তারিত জানাব।' ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জানা যায়, নিগুয়ারী গ্রামে ২০০৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। তখন থেকে বিদ্যালয়টিতে সহকারী শিক্ষিকা হিসেবে চাকরি করে আসছেন সোমা আক্তার। পরে এর নাম পরিবর্তন করে হয় 'মহিষমাতান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়'। ২০১১ সালে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি কর্মরত শিক্ষকদের সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগপত্র প্রদান করেন। সাক্ষাৎকারে প্রথম হওয়ায় ওই বছরের ২৪ মে তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা এএনএম মাহবুব আলম ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন সোমাকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপত্র দেন। কিন্তু কাগজপত্র দাখিলের সময় আশরাফ সোমার নাম বাদ দিয়ে হাসিনা সুলতানা নামে অন্য একজনকে সহকারী শিক্ষক হিসেবে দেখান। এর প্রতিকার চেয়ে গত ১৬ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা এবং ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেছেন সোমা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।