নিজস্ব প্রতিবেদক
সরকার উপজেলা নির্বাচন দলীয় প্রভাবমুক্ত করতে পারেনি বলে অভিযোগ করেছেন মুফতি মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। উপজেলা নির্বাচনে প্রথম ধাপে অনুষ্ঠিত ফলাফল বিশ্লেষণ ও আগামী ধাপ নির্বাচন নিয়ে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ এ অভিযোগ করেন। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ। ইউনুছ আহমাদ দলীয় মানসিকতা পরিহার করে দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে উপজেলা নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।