নারীদের আত্দরক্ষার জন্য ভারতের বাজারে এলো 'নির্ভীক' রিভলবার। ২০১২ সালের ডিসেম্বরে ঘটে যাওয়া দিলি্লতে বাসে ধর্ষণের কথা মাথায় রেখে ও নির্ভয়াকে স্মরণ করেই 'নির্ভীক' নামে আগ্নেয়াস্ত্র তৈরি করেছে কানপুরের ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরি। হালকা ওজনের রিভলবারটি দশমিক ৩২ বোরের। বিশেষ এ আগ্নেয়াস্ত্রের ডিজাইনও করা হয়েছে শুধু নারীদের জন্য। ৫০০ গ্রাম ওজনের রিভলবারটি ভারতের প্রথম হ্যান্ডগান, যার মূল্য মাত্র ১ লাখ ২২ হাজার ৩৬০ টাকা। নির্ভীক রিভলবারটি বাজারে আসে ৬ জানুয়ারি। আর এরই মধ্যে বুকিং তালিকায় ২০ জনের নাম উঠে গেছে। ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার আবদুল হামিদ জানান, বাজারে আসতে না আসতেই এ রিভলবার মন জয় করে নিয়েছে ভারতীয় নারীদের। এটি এমনই ছোট ও হালকা রিভলবার, যা অনায়াসেই পার্স ও হ্যান্ডব্যাগের মধ্যে পুরে নেওয়া যায়। ফলে আলাদাভাবে বহন করার কোনো চিন্তা করতে হবে না। তবে নারীদের জন্য রিভলবার তৈরি করা নিয়ে অনেকেই নানা কথা বলেছেন। তাদের দাবি, এ রিভলবারে বদলাবে না নির্যাতিতা নারীর সংখ্যা। টাইমস অব ইন্ডিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।