আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে ছিনতাই রোধে পাহারা বসানোর নির্দেশ 

রংপুরে ছিনতাইকারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে নগরবাসী। প্রশাসনের সহযোগিতা না পেয়ে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের পাহারা বসানোর নির্দেশ দিয়েছেন রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

জানা যায়, রংপুর নগরীতে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ১৬ দিনে ৫৫টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন ১০ জন। এ কারণে সন্ধ্যার পর নগরীর চিহ্নিত সড়কগুলোয় মানুষের চলাচল কমে গেছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় ছিনতাই বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হলেও বাস্তবে কিছুই হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর ভাঙ্গা মসজিদ গলি, ফায়ার সার্ভিস মোড়, শাহীপাড়া মোড়, দখিগঞ্জ শ্মশান, আলমনগর আরডিসিসিএস মোড়, পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়, লালবাগ কৃষি খামার, তাজহাট কবরস্থান, মেডিকেল পূর্বগেট, টেঙ্টাইল মোড়, ধাপ চেকপোস্ট, সাহেবগঞ্জ মোড়, মাহিগঞ্জ সরেয়ারতল, শালবন, মুলাটোল চারমাথা মোড়, কেরানীপাড়া মোড়, কলেজ রোড চারতলার সামনে, জিলা স্কুল মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, ধাপ লালকুঠি সড়কসহ ৪৫টি স্থানে প্রতি রাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। সন্ধ্যার পর থেকে এসব সড়কে ছিনতাই আতঙ্ক বিরাজ করে।

জেলা পুলিশের তথ্যানুযায়ী ১ জানুয়ারি থেকে ১৬ দিনে ৫৫টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১টায় তাজহাট কবরস্থানের সামনে লালমনিরহাটের তিস্তার বাজারের ব্যবসায়ী খাদেমুলকে কুপিয়ে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। সোমবার রাত ১০টায় বাড়ি ফেরার পথে নগরীর ভাঙ্গা মসজিদ গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন ব্যবসায়ী নেহাল হোসেন, শাহীপাড়া মোড়ে তুষার ক্রোকারিজের মালিক আবদুল হককে কুপিয়ে আহত করে ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.