আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান পাপন

গত এক সপ্তাহে দু-দুটি কঠিন হার্ডল পেরিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথম হার্ডলটি ছিল এশিয়া কাপের এবং দ্বিতীয়টি শ্রীলঙ্কা সিরিজ। দুটিই ঠাণ্ডা মাথায় ট্যাকল করেছেন বিসিবি সভাপতি। ফলে আইসিসির বৃহত্তম আসর টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে আপাতত আর কোনো সংশয় থাকছে না। অবশ্য টি-২০ বিশ্বকাপ সফলভাবে আয়োজনের জন্য বিসিবি সভাপতি সহযোগিতা চাইবেন রাজনৈতিক দলগুলোর।

দুবাইয়ে আইসিসির দুই দিনব্যাপী সভায় যোগ দেওয়ার আগে বিসিবি সভাপতি জোর গলায় বলেছিলেন, শ্রীলঙ্কা সিরিজের ওপরই নির্ভর করছে টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপের ভবিষ্যৎ। যদিও এশিয়া কাপ আয়োজন নিয়ে কোনো সংশয় নেই বিসিবির। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এশিয়া কাপ ঢাকায় আয়োজনের বিষয়েই স্থির থাকেন সদস্যরা। এসিসির সভা শেষে দেশে ফিরে এশিয়া কাপ নিয়ে শঙ্কামুক্ত থাকার কথা থাকার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি। গতকাল দুবাই থেকে ফিরে জানান শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ যাতে রাজনীতির বাইরে থাকে, সে জন্য সহযোগিতা চাইবেন রাজনৈতিক দলগুলোর, 'ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার জন্য আমরা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইব।

তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। কেননা এই সিরিজ ও টুর্নামেন্টগুলোর সঙ্গে দেশের মানসম্মান পুরোপুরি জড়িত। ' ইতোমধ্যেই ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার কথা জানিয়েছে বিএনপি।

দুবাইয়ে আইসিসির সভায় যোগ দেওয়ার আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, শ্রীলঙ্কাকে ঢাকা আনাই তার মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ করেছেন পুরোপুরি।

শ্রীলঙ্কা দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-২০ খেলতে ঢাকায় আসবে ২৪ জানুয়ারি। অবশ্য নিরাপত্তা দেখার জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পরিদর্শক ঢাকা আসবেন ১৩ জানুয়ারি। যদি কোনো কারণে শ্রীলঙ্কা সিরিজ খেলতে না আসত, তাহলে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ আয়োজনে সমস্যার সৃষ্টি হতো। কিন্তু শ্রীলঙ্কা রাজি হওয়ায় এখন আর কোনো সমস্যা নেই বলে জানান বিসিবি সভাপতি, 'শ্রীলঙ্কা না এলে পাকিস্তানও পিছু হটত। তখন এশিয়া কাপ আয়োজনে সমস্যার সৃষ্টি হতো।

সমস্যা হতো টি-২০ বিশ্বকাপেরও। কিন্তু শ্রীলঙ্কা আসতে রাজি হওয়ায় এখন সব সমস্যা কেটে গেছে বলেই আমি মনে করি। '

পাকিস্তানের না আসার বিষয়টিও আলোচনায় ছিল। কিন্তু বিসিবির নিরাপত্তায় পরিকল্পনায় সন্তুষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশ্য তারা বাড়তি নিরাপত্তা চেয়েছে এশিয়া কাপে।

সেটা দেওয়া হবে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি, 'এশিয়া কাপে পাকিস্তান খেলবে। অবশ্য এর জন্য তারা বাড়তি নিরাপত্তা চেয়েছে। আমরা তাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা বলেছি। আমরা তাদের বলেছি, প্রয়োজনে তারা পর্যবেক্ষক পাঠিয়ে বিষয়টি দেখে নিতে পারে। ' এশিয়া কাপ টানা দ্বিতীয়বারের মতো বসছে ঢাকায়।

আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। পাকিস্তান বাড়তি নিরাপত্তা চাওয়ার কারণও রয়েছে। যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার পর একটি অলিখিত টানাপড়েন চলছে দুই দেশের মধ্যে। কাদের মোল্লার ফাঁসির পর শোক ও নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছিল পাকিস্তান পার্লামেন্টে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেটার ইমরান খানও নিন্দা জানান।

এ অবস্থার পর বাংলাদেশে পাকিস্তানবিরোধী আন্দোলন শুরু হয়। যদিও এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। এসব কারণেই পাকিস্তান বাড়তি নিরাপত্তা চেয়েছে। বিসিবিও রাজি হয়েছে। বাড়তি নিরাপত্তা চাওয়ার প্রসঙ্গে পিসিবি সভাপতি নাজাম শেঠি বলেন, 'বিসিবি আমাদের জানিয়েছে পাকিস্তান ক্রিকেট দলের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করবে।

শুধু পাকিস্তান নয়, অন্য দলগুলোকেও বাড়তি নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। '

আগামী ২০ জানুয়ারি আইসিসির নিরাপত্তা বৈঠক বসবে ঢাকায়। সেখানে পাকিস্তান তাদের নিরাপত্তা পরিদর্শক পাঠাবে বলে জানান পিসিবি সভাপতি, 'আইসিসির নিরাপত্তা বৈঠকে আমরা আমাদের উচ্চপর্যায়ের নিরাপত্তা পরিদর্শক পাঠাব। ' ওই সভায় টি-২০ বিশ্বকাপের নিরাপত্তার বিষয়টিই মূলত প্রাধান্য পাবে। তবে এশিয়া কাপের নিরাপত্তার বিষয়েও আলোচনা হবে।

টি-২০ বিশ্বকাপ ঢাকায় বসবে ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.