সোমবার সকাল সোয়া ৯টার পর সচিবালয়ে এসেই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে বসেন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যিনি গত সরকারেও এ দায়িত্বে ছিলেন।
এর পরপরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আসেন এ দপ্তরের নতুন মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। গত সরকারের ভূমি প্রতিমন্ত্রী ফিজার এবার পূর্ণ মন্ত্রী হয়েছেন।
বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দায়িত্বপ্রাপ্ত অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও অফিসে আসছেন।
প্রথম দিন তারা কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মতবিনিময় করবেন।
শেখ হাসিনা নেতৃত্বাধীন ৪৯ সদস্যের মন্ত্রিসভায় ২০ জন মন্ত্রী, ১৪ জন প্রতিমন্ত্রী এবং দুই জন উপমন্ত্রী নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বাকি ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী আছেন আগের মন্ত্রণালয়েই।
যেসব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নতুন দায়িত্ব পেয়েছেন- তাদের বরণ করতে সকাল থেকেই প্রস্তুত সবিচালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আগের সরকারের মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, নুরুল ইসলাম নাহিদ, শাজাহান খান ও মুজিবুল হক আগের মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন।
সর্বদলীয় সরকারের পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও আগের মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, খোন্দকার মোশাররফ হোসেন, অধ্যক্ষ মতিউর রহমান, আ ক ম মোজাম্মেল, মো. ছায়েদুল হক, ইমাজউদ্দিন প্রামানিক, আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল হক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ হ ম মোস্তফা কামাল, আসাদুজ্জামান নূর, মোস্তাফিজুর রহমান ফিজার, সৈয়দ মহসিন আলী, শামসুর রহমান শরীফ ডিলু ও মো. কামরুল ইসলাম নতুন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন।
সর্বদলীয় সরকারের মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেননও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
প্রতিমন্ত্রীদের মধ্যে ইয়াফেস ওসমান, প্রমোদ মানকিন ও মেহের আফরোজ যথাক্রমে আগে দায়িত্বে থাকা বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজকল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন।
মো. মুজিবুল হক চুন্নু, ইয়াফেস ওসমান, এম এ মান্নান, মির্জা আজম, বীর বাহাদুর, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজ্জামান খান কামাল, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইসমত আরা সাদেক, মশিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহিদ মালেক স্বপন, নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহমেদ পলক নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
এছাড়া উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব পানি সম্পদ এবং আরিফ খান জয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।