সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর তিন দফা জানাজা শেষে সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে দাফন করা হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বনানী কবরস্থানে তার দাফন কার্য শেষ হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানায়। হাজারো মানুষের দীর্ঘ লাইন শহীদ মিনার থেকে ঢাকা মেডিকেল কলেজের প্রবেশ ফটক ছাড়িয়ে যায়।
এর আগে বিকালে গুলশানের আজাদ মসজিদে হাবিবুর রহমানের তৃতীয় দফা জানাজা হয়। তার আগে কেন্দ্রীয় শহীদ মিনার ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দুই দফা জানাজা হয়। সকালে শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
আগামীকাল মঙ্গলবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে হাবিবুর রহমানের কুলখানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।