কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ওরস মাহফিলে মহিলাদের গহনা ছিনতাই করে পালিয়ে যাবার সময় জনতার হাতে আটক হয়েছে তিন মহিলা ছিনতাইকারী। সোমবার তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানী সূত্র জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের গনি ফকির বাড়িতে বাৎসরিক ওরস মাহফিল অনুষ্ঠানে গত রোববার রাতে উপস্থিত হয় কয়েক হাজার নারী পুরুষ। তিন মহিলা ছিনতাইকারী ভিড়ের মাঝে কয়েকজন মহিলার গলার চেইন ও কানের দুল খুলে পালাবার সময় মহিলাদের চিৎকারে তিন ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ডরমঙ্গল গ্রামের মোঃ হানিফের স্ত্রী খায়রুন্নাহার(১৬), একই গ্রামের মোঃ জয়নালের স্ত্রী রোজিনা(১৮) ও মাঞ্জু মিয়ার মেয়ে আসমা খাতুন(১৮)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া জানান, ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন যাবৎ এ পেশায় নিয়োজিত থেকে বিভিন্ন উপজেলায় এ কাজ করে আসছে। আসামিদের সোমবার আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।