ইরাকের শিয়া এলাকাগুলোতে সিরিজ বোমা হামলায় ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের দিনে এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এএফপি।
বাগদাদের কয়েকটি বাজার এবং ব্যস্ত রাস্তায় শনিবার দফায় দফায় ১২টি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ছাড়া দক্ষিণ-পূর্ব জিসার দিয়ালা শহরতলিতে সন্ধ্যার দিকে গাড়িবোমা হামলায় সাতজন নিহত এবং আহত হয়েছেন ২০ জন। বাগদাদের ১৭০ কিলোমিটার উত্তরে তুজ খুরমাতো শহরের ব্যস্ত রাস্তায় আরেকটি আত্দঘাতী গাড়িবোমা হামলায় নিহত অন্তত ১০ এবং আহত হন ৪৫ জন। বাগদাদের ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নাসিরিয়া শহরে একটি পার্কের কাছে জোড়া গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন আরও ছয়জন এবং আহত হয়েছেন আরও ২৫ জন। শিয়া অধ্যুষিত কারবালা শহরেও গাড়িবোমা হামলা হয়েছে। সেখানে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরাকি পুলিশ। উল্লেখ্য, রমজান মাসের শুরু থেকেই ইরাকে বোমা হামলা বেড়েছে। জুলাইয়ে হামলায় নিহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইরাকে ২০০৮ সালের পর এক মাসে নিহতের সংখ্যা এটিই সর্বোচ্চ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।