আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগ নেতা কারাগারে

সরকারী গম কালোবাজারীর অভিযোগে ঝালকাঠী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝালকাঠী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুবুর রহমান এবং নগরীর হাটখোলা এলাকার শাহজাহানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক হাবিবুর রহমান তাদের কারাগারে প্রেরন করেন। জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. গিয়াসউদ্দিন কাবুল জানান, ওই দুই ব্যবসায়ী উচ্চাদালত থেকে দুই মাসের অন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে গতকাল তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্দসমর্পন করলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন। উল্লেখ্য, এক বছর আগে বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে খাদ্য বিভাগের সিল দেওয়া ৩ হাজার ২শ' বস্তা গম উদ্ধার করে কোষ্টগার্ড। এ ঘটনায় সরকারী গম পাঁচারের অভিযোগে ব্যবসায়ী মাহবুবুর রহমান ও শাহজাহানের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.