আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবসাবান্ধব পরিবেশ

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বলেছেন, তিনি ব্যবসায়ীদের সুখ-দুঃখের সাথী হতে চান। ব্যবসায়ীরা ব্যবসা করবেন। সরকার সেই পরিবেশ তৈরি করে দেবে। তাদের সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেবে। তিনি ব্যবসাবান্ধব ভূমিকা পালনের স্বার্থে ব্যবসায়ীদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের ঘোষণা দেন। বলেন, এ কমিটিতে বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের নেতারা থাকবেন। প্রতি মাসে তিনি কমিটির সঙ্গে বসবেন। বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে তার মন্ত্রণালয়ের অগ্রাধিকারপ্রাপ্ত কাজের একটি রূপরেখাও তুলে ধরেন। বলেন, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা পুনরুদ্ধার, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি এবং দ্রব্যমূল্য সহনীয় রাখা তার অগ্রাধিকার তালিকায় থাকবে। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রীর দেওয়া বক্তব্য এবং অগ্রাধিকার তালিকা গুরুত্বের দাবিদার। আওয়ামী লীগের এ প্রবীণ নেতাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সম্ভবত বিশেষ উদ্দেশ্য পূরণে। এ পদে তিনি আগেও দায়িত্ব পালন করেছেন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সরকারের সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন। দীর্ঘ ১৩ বছর পর তাকে এমন এক সময় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, যখন নতুন সরকারের সাফল্য-ব্যর্থতার সিংহ ভাগ ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে এ সরকার কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে, তার ওপর নির্ভর করছে। বিরোধী দলের বর্জনের কারণে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে একতরফা নির্বাচনের মাধ্যমে। এ সীমাবদ্ধতা জনগণের কাছে সরকারের গ্রহণযোগ্যতার ক্ষেত্রেও সীমাবদ্ধতা সৃষ্টি করেছে। সে গণ্ডি উত্তরণে এ সরকারকে দৃষ্টিগ্রাহ্য সাফল্য অর্জন করে দেখাতে হবে। জনগণকে ফেরাতে হবে নিজেদের দিকে। আর এ জন্য দরকার ব্যাপক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এ ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু বিকাশের বিকল্প নেই। দ্রব্যমূল্য স্থিতিশীল বা সহনীয় রাখতে হলেও ব্যবসার ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা দরকার। রাজনৈতিক সহিংসতায় গত এক বছরে দেশের ব্যবসা-বাণিজ্য মারাত্দকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈর্ষণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির যে সুযোগ সৃষ্টি হয়েছিল জাতির সামনে, তা গিলে খেয়েছে একের পর এক নেতিবাচক রাজনৈতিক কর্মসূচি, তথা হরতাল-অবরোধের রাজনীতি। এই ক্ষয়ক্ষতি পূরণে দেশের ব্যবসা-বাণিজ্য খাতকে মদদ জোগাতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.