আমাদের কথা খুঁজে নিন

   

লোকসভা ভোটে আসন সমঝোতা কংগ্রেস-তৃণমূলে!

আসন্ন লোকসভা ভোটে আসন ভাগাভাগি করতে চলেছে কংগ্রেস ও তৃণমূল। এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আসন বন্টন নিয়ে এই মুহূর্তে দুই দলের ভেতরে চলছে হিসেব নিকেশ ও বোঝাপড়া।

গত মঙ্গলবার সম্ভাব্য আসন বন্টন নিয়ে দুই দলের আলোচনার খবরটি জানা গেছে।

কংগ্রেস ও তৃণমূল সূত্রের উদ্ধিতি দিয়ে এবিপি আনন্দ জানিয়েছে, আসন্ন লোকসভা ভোটে রাজ্যের ৪২টি লোকসভা আসনে ৩৬-৬ ফর্মুলায় সিদ্ধান্ত হতে পারে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে।

তবে সবটাই এখনও প্রস্তাব ও আলোচনায় পর্যায়ে রয়েছে। আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দুই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধী।

সমঝোতা অনুসারে, উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ জেলা সহ যে সব জায়গায় কংগ্রেস শক্তিশালী সেখানে প্রার্থী দেবে না তৃণমূল। আসন ছেড়ে দেবে কংগ্রেসকে। রাজ্যের বাকি অংশে কংগ্রেস সিংহভাগ আসন ছেড়ে দেবে তৃণমূলকে।

সেক্ষেত্রে কংগ্রেস বিরোধী ভোট যদি বিজেপি ও আম আদমির মধ্যে ভাগাভাগি হয়ও তাহলেও নিশ্চিত জয় পেতে কোনো অসুবিধে হওয়ার কথা নয় তৃণমূল প্রার্থীদের।

তাছাড়া ভোট পরবর্তী সরকার গঠনের সম্ভাবনার কথা মাথায় রেখে এই সমঝোতা সূত্র মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায়ও নেই রাজ্য ও জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে কোণঠাসা কংগ্রেসের ক্ষেত্রে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.